খেলাধূলা ডেস্ক :
২০২০-২১ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ৯ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি। অথচ বছর দুয়েক পরই, ২০২২-২৩ মৌসুমে এসে সেই সিটির কাছেই ৪-০ ব্যবধানের লজ্জাজনক হারে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে দ্যা ব্লুজ।
এ হারের জন্য চেলসির কোচ গ্রাহাম পটারকে দুষছেন ভক্ত ও সাবেক ফুটবলারা। বাড়ছে পটারকে বিদায়ের দাবি। এদিকে, সাবেক কোচ টুখেলকে ফের কোচের পদে দেখতে চায় সমর্থকরা।
চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসির। পয়েন্ট টেবিলের ১০ নম্বরে আছে দলটি। এফএ কাপে সবশেষ ম্যাচে তো ম্যানচেস্টার সিটির কাছে পাত্তাই পায়নি চেলসি। ৪-০ ব্যবধানে হেরে গেছে ম্যাসন মাউন্ট, গ্যালাঘাররা। এ হারে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো এফএ কাপের চতুর্থ পর্বে উঠতে ব্যর্থ তারা। তবে,ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে সমর্থকদের শান্ত থেকে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে বলেছেন ৪৭ বছর বয়সী চেলসির বর্তমান কোচ গ্রাহাম পটার।
তিনি বলেন, ‘নিজের কাজটা ভালোভাবে করা ছাড়া আমরা আর কিই-বা করতে পারি? আমি ভক্তদের হতাশাটা বুঝতে পারছি। তাদের অনুভুতির প্রতি আমার সম্মানও আছে। আমার যেহেতু ভালো খেলিনি তাই আমাদের নিয়ে সমলোচনা হবেই। আর এটা কাজেরই অংশ। তবে,আমি বলবো দল হিসেবে সবাইকে একতাবদ্ধ থাকতে, এবং আমাদের সমর্থন করতে।’
গত বছরের মে মাসেই গ্রাহাম পটারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলো চেলসি। কিন্তু নতুন ক্লাবে এসে ভক্তদের তেমন ভালো কিছুই উপহার দিতে পারেননি এই ইংলিশ কোচ। তার অধীনে চেলসি মোট ১৭ টি ম্যাচ খেলেছে যার মধ্যে ৭ টি জয়, ৪ টি ড্র ও ৫ টিতে হেরে পয়েন্টস টেবিলের ১০ নাম্বারে আছে দ্যা ব্লুসরা। যার জন্যই তাকে নিয়ে এত সমলোচনা করছে ভক্ত ও সাবেক ফুটবলাররা। তার পরিবর্তে সাবেক কোচ থমাস টুখেলকে আবারো চেলসির দায়িত্বে দেখতে চায় তারা। এমনকি ম্যানসিটির কাছে হারের দিনে গানের মাধ্যমে টুখেলকে ফিরিয়ে আনার কথা জানিয়েছে সমর্থকরা।
২০২১ সালে চেলসির দায়িত্ব পেয়েছিলো থমাস টুখেল। দায়িত্ব পেয়েই দলকে ৯ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিয়েছিলো। কিন্তু এক বছরের মাথায়ই তাকে বরখাস্ত করেছে দ্যা ব্লুসরা। যেখানে কারন হিসেবে দেখানো হয়েছিলো ভালো ফুটবলাদের ধরে না রাখা ও মাঠে নিয়মিত খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স। কিন্তু এখন সেই টুখেলকেই কোচ হিসেবে চায় সমর্থকরা।
এদিকে,চেলসির সাবেক তারকা ফুটবলার ফ্রান্সের ফ্রাঙ্ক লেবোইফও সমর্থকদের সাথে এক মত হয়ে এখনি গ্যাহাম পটারের বিদায়ের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন।
লেবোইফ বলেন, ‘অনেক হয়েছে আর না। আমিও এই ক্লাবে খেলেছি। আমি যে চেলসিকে চিনি এটা সেই চেলসি না। নতুন কোচ আসার পরই দলের এ অবস্থা। আমার মতে এ কোচকে এখনিই বিদায় দেওয়া উচিৎ।’
তবে, চেলসির মালিক টেড বোহলি গ্রাহাম পটারকে এখনোই বিদায় জানাতে চায় না। বরং ব্রিটিশ পত্রিকাকে মালিকপক্ষ জানিয়েছে ৫ কোটি পাউন্ডে তার সঙ্গে ৫ বছরের চুক্তি করা হয়েছে। মাঝপথে এসে চুক্তি ভাঙতে চায় না তারা।
