হোম খেলাধুলা চেলসির নাম শুনতেই ভালভার্দের ‘না না’

খেলাধূলা ডেস্ক:

প্রায় ছয় বছর ধরে রিয়াল মাদ্রিদ সিনিয়র দলের হয়ে খেলছেন ফেদে ভালভার্দে। সম্প্রতি তাকে নিয়ে দলবদলের গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যেতে পারেন তিনি। কিন্তু চেলসির নাম শুনেই ‘না না’ বলে দিলেন উরুগুইয়ান ফুটবলার।

চেলসির প্রসঙ্গ উঠতেই ফেদে ভালভার্দে রিয়াল মাদ্রিদকে বিশ্বের সেরা ক্লাব বলে আখ্যায়িত করেন। ২৪ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘না না। আমি এখন মাদ্রিদে (রিয়াল মাদ্রিদ)। চেষ্টা করছি প্রতিটি ‍মুহূর্ত উপভোগ করতে। বিশ্বের সেরা ক্লাবে একটা চিহ্ন রেখে যেতে চাই।’

রিয়াল মাদ্রিদ সিনিয়র দলের হয়ে এখন পর্যন্ত ২০৪ ম্যাচ খেলেছেন ভালভার্দে। তাতে দুটি সুপার কোপা ডি এস্পানা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লিগ, একটি কোপা দেল রে, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি।

রিয়াল মাদ্রিদে ভালভার্দে আরও ট্রফি জিততে চান। ফেদে বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদের দর্শকদের জন্য আরও শিরোপা জিততে চাই।’

২০১৬ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্ত হন ফেদে ভালভার্দে। ২০১৬-১৭ মৌসুমে তিনি খেলেন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে। এরপর প্রায় এক মৌসুম ধারে খেলেন ডেপোর্টিভো লা করুনায়। সেখান থেকে রিয়াল মাদ্রিদ সিনিয়র দলে যোগ দেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন