হোম আন্তর্জাতিক চেরনোবিল পরমাণু বিপর্যয়ের ৩৬ বছরেও মৃত্যু থামেনি!

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিপর্যয়ের ৩৬তম বার্ষিকী মঙ্গলবার (২৬ এপ্রিল)। তাৎক্ষণিকভাবে ৩১ জনের মৃত্যু হলেও বিকিরণজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও ক্যান্সারে এখন পর্যন্ত এক লাখ ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

১৯৮৬ সালের ২৬ এপ্রিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষা চালানোর সময় ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই নিভে যায় ৩১টি প্রাণ। পারমাণবিক এ দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়।

পারমাণবিক চুল্লিতে ওই বিস্ফোরণকে সোভিয়েত ইউনিয়ন দুর্ঘটনা দাবি করলেও পশ্চিমাদের মাঝে এ নিয়ে সন্দেহ রয়েছে। ওই দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর আবার বাইরের বাতাস ঢুকে পারমাণবিক চুল্লির দাহ্য পদার্থের সংস্পর্শে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ ১০ দিন ধরে জ্বলে সে আগুন। পারমাণবিক বিক্রিয়ায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দূষণ ছড়িয়ে পড়ে।

পারমাণবিক বিপর্যয়ের পর কয়েক লাখ মানুষ সেখান থেকে সরে যেতে বাধ্য হন। তখন থেকেই পরমাণু বিকিরণজনিত নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন আশপাশের অঞ্চলের বাসিন্দারা। যা এখনও বয়ে বেড়াচ্ছেন তারা। এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ও বিকিরণজনিত নানা রোগের পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

পারমাণবিক বিপর্যয়ের ৩৬ বছর পর ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে গেল ফেব্রুয়ারিতে আবারও আলোচনায় চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি। অভিযানের পরপরই বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রুশ সেনারা। যদিও পরে আবার তা ইউক্রেনের কাছে বুঝিয়ে দেওয়ার কথা জানায় মস্কো।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন