আন্তর্জাতিক ডেস্ক :
সোনার দোকানে চুরির মামলায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের এক মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন থেকে ১৩ বছর আগের চুরির মামলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার আদালত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এবিপি আনন্দ।
গ্রেফতারি পরোয়ানা বিষয়ে এক সরকারি আইনজীবী বলেছেন, ২০০৯ সালে আলিপুরদুয়ারে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় হওয়া মামলায় অন্যদের মধ্যে প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আলিপুরদুয়ার জুডিশিয়াল থার্ড কোর্ট।
আইনজীবী আরও জানান, আদালতে নিশিথের আইনজীবী না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এবিপির প্রতিবেদন মতে, ২০০৯ সালে আলিপুরদুয়ারে দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। তাতে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ওঠে নিশিথের। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ২০০৯ সালে নিশিথ সাংসদ নির্বাচিত হওয়ার পর বারাসাতের বিধায়ক ও সাংসদদের জন্য নির্ধারিত বিশেষ আদালতে মামলাটি স্থানান্তরিত হয়।
এরপর নিশিথের অনুরোধেই আবার মামলাটি আলিপুরদুয়ারে স্থানান্তরিত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার (১৫ নভেম্বর) সেখানে মামলার শুনানি ছিল। কিন্তু নিশিথের কোনো আইনজীবী আদালত কক্ষে উপস্থিত ছিলেন না। এরপর জুডিশিয়াল থার্ড কোর্ট নিশিথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিন সরকারি আইনজীবী জানান, নিশিথ ও আরও অনেকের নাম রয়েছে মামলায়। নিশিথের নামে দুটি মামলা দায়ের হয়। আলিপুরদুয়ার থার্ড কোর্টে গত ১১ নভেম্বর নিশিথের জন্য কোনো আইনজীবী অনুপস্থিতির পিটিশন জমা দেয়। কিন্তু সেটা আর এগোয়নি। তাই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ওই আইনজীবী আরও জানিয়েছেন, দোকানে ঢুকে চুরি করা ও চোরাই মাল পাওয়ার ধারায় মামলা ছিল নিশিথের বিরুদ্ধে। আলিপুরদুয়ার থানা এলাকার একটি দোকানে ওই চুরির ঘটনা ঘটে। ২০০৯ সালেই তা নিয়ে মামলা দায়ের হয়।