জাতীয় ডেস্ক :
হতাশ হবেন না, আপনারা প্রস্তুত হোন, চুক্তি যেহেতু করেছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ চুক্তি বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
জনসংহতি সমিতির সহ-সভাপতি বলেন, ২৫ বছরে উল্লেখ করার মত কিছুই বাস্তবায়ন হয়নি। সরকার ১৫ বছর উদযাপনে সময় বলেছিল চুক্তির ৪৮ ভাগ বাস্তবায়ন করা হয়েছে। ধরে নিলাম ৪৮ ভাগ বাস্তবায়ন হয়েছে, সেটাতো দশ বছর আগের কথা। আমার প্রশ্ন হল গেল দশ বছরে কী করেছে? আজও ভূমি কমিশনের প্রবিধান প্রণয়ন করা হয়নি। ফলে কমিশন কাজ করতে পারছে না। স্থানীয় পুলিশ নিয়োগের কথা ছিল, সেটাও কার্যকর হয়নি। আঞ্চলিক পরিষদের কথা কেউ শুনে না। তাহলে চুক্তির কি বাস্তবায়ন হল, আমি বুঝি না!
ঊষাতন তালুকদার বলেন, আপনারা সন্তু লারমাকে চাঁদাবাজ বলেন, সন্ত্রাসী কাজ করে এমন অভিযোগে অভিযুক্ত করছেন। আমার মতে তিনি ভালো মানুষ ও দেশ প্রেমিক, তাই সব সহ্য করে নিচ্ছেন। তিনি শান্তি চান। কিন্তু সব কিছুর একটা সীমা আছে। সেটা ভুলে গেলে চলবে না।
তিনি আরও বলেন, সরকার ও জেএসএসসের সঙ্গে হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আপনারা কি একবারও সন্তু লারমাকে ডেকেছেন? কথা বলেছেন? বলেননি। তাহলে সমস্যার সমাধান হবে কীভাবে?
এদিকে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষের মধ্যে হতাশা বাড়ছে। বিভিন্ন দলের সৃষ্টি হচ্ছে। চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। এভাবে চলতে থাকলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
এতে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেমন চাকমা, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনি চাকমাসহ পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য রাখেন।
