চুকনগর (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলার চুকনগরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, চুকনগর বাজার কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুকনগর সদর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সরদার মজিবুর রহমান (৭০) শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জোহর বাদ নামাজে জানাযা শেষে চুকনগর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটি আসেন খুলনা ৫ আসনের এম,পি সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
সমবেদনা জানান, কবি ও সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, ভারত থেকে রবিন নন্দী, পরেশ দেবনাথ, আটলিয়া ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।