হোম অন্যান্যসারাদেশ চুকনগরে জার্মান প্রবাসীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

চুকনগরে জার্মান প্রবাসীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 119 ভিউজ

শেখ এনামুল বাসার টিটু ডুমুরিয়া প্রতিনিধি :
জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান বাপ্পির পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকালে ডুমুরিয়া উপজেলার চুকনগর মালোপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গন থেকে জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান বাপ্পির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কাজে নিয়োজিত টিমের সদস্যরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া ১৭টি অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও লবন। খাদ্য সামগ্রী বিতরণ টিমের সদস্যরা হলেন মোঃ মিনারুল ইসলাম খান, ইয়াছিন মোল্যা, মোঃ রেজাউল ইসলাম মিঠু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আমির হোসেন ফয়সাল প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরন টিমের সদস্য মোঃ মিনারুল ইসলাম খান বলেন,জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান বাপ্পির পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাজ আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু করি। গত ২রা জুন পর্যান্ত কর্মহীন ১২৫০টি অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২৫০টি পরিবারের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটের মধ্যো ছিল ১৫ কেজি চাল, ৩ কেজি ডাল,২ লিটার তৈল, ৫ কেজি আলু, ১ কেজি লবন ও ১ কেজি পেয়াজ। ১২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পর কিছু খাদ্য সামগ্রী অবশিষ্ট থেকে যায়। অবশিষ্ট খাদ্য সামগ্রী আজ অল্প পরিষরে ১৭ টি পরিবারের মাঝে বিতরন করা হয়। ১৭ টি পরিবারের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যো ছিল ৬ কেজি চাল,দেড় কেজি ডাল ও ১ কেজি লবন।
খাদ্যদ্রব্য বিতরণ টিমের সদস্য ইয়াছিন মোল্যা বলেন,ভূপেন হাজারিকার প্রখ্যাত গান মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। এ গানটির কথা স্বরণ করে জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান বাপ্পি এগিয়ে এসেছেন করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে। তিনি শুধু ডুমুরিয়াতে খাদ্য সামগ্রী বিতরণ করেননি। ডুমুরিয়ার গণ্ডি পেরিয়ে কেশবপুরের গৌরিঘোনা ও তালার পাটকেলঘাটা এলাকায় করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন