আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ-পূর্ব আফ্রিকান দেশ ইউনিয়ন অব কমোরোস ও আফ্রিকান ইউনিয়নের প্রধান আজালি আসুমানি বলেছেন, বাসস্থানের দিক থেকে ভারত এখন পরাশক্তি এবং চীনের চেয়ে এগিয়ে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
আফ্রিকান ইউনিয়নপ্রধান বলেছেন, ‘বিশ্বের পঞ্চম পরাশক্তি হিসেবে আফ্রিকায় ভারতের জন্য অনেক সুযোগ রয়েছে। আমরা জানি, ভারত খুবই শক্তিশালী। তারা মহাকাশেও অবতরণ করেছে।’
মহাকাশ গবেষণায় এগিয়ে থাকার জন্য ভারতের প্রশংসা করেন তিনি।
আফ্রিকান ইউনিয়নকে জি-২০ পরিবারে অন্তর্ভুক্ত করার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলিঙ্গণের মুহূর্তের কথা বলতে গিয়ে আজারি আসুমানি বলেন, ‘এটি ছিল আবেগের। আমার চোখে পানি চলে এসেছিল।’
‘কারণ, আমার কাছে মনে হয়েছিল, এ ক্ষেত্রে একটি বিতর্ক হবে। কিন্তু জি-২০ সম্মেলনের শুরুতেই আফ্রিকান ইউনিয়নকে জি-২০ পরিবারের অংশ করে নেয়া হয়েছে,’ বলেন তিনি।
১৮তম জি-২০ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জি২০-তে যোগ দেয়ায় আজারি আসুমানিকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।
আফ্রিকার ৫৫টি দেশ নিয়ে গঠিত আফ্রিকান ইউনিয়ন। ১৯৬৩ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি।