হোম আন্তর্জাতিক চীন-রাশিয়া-ভারত সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ: বেইজিং

চীন-রাশিয়া-ভারত সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ: বেইজিং

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
চীন, রাশিয়া ও ভারতের মধ্যে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা ‘আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য’ খুবই গুরুত্বপূর্ণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফর নিয়ে সোমবার (৮ ডিসেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জোর দিয়ে বলেন, চীন, রাশিয়া ও ভারত হলো প্রধান উদীয়মান অর্থনীতি এবং গ্লোবাল সাউথের মূল খেলোয়াড়। এই সম্পর্ক জোরদার করা কেবল তিনটি দেশের জন্যই লাভজনক নয় বরং আঞ্চলিক ও বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে জন্য গুরুত্বপূর্ণ।

চীন-ভারত সম্পর্কের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শুয়াং ‘সংলাপ পুনরায় শুরু করার’ জন্য বেইজিংয়ের প্রস্তুতির কথা জানান।

তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের টেকসই, সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য কৌশলগত এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে চীন ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

গত ৫ ডিসেম্বর পুতিন ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করেন। নয়াদিল্লিতে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং একটি রাশিয়ান-ভারতীয় ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করেন। সেই সঙ্গে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সফরের পর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন