টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
মাটি ও মানুষের নেতা শেখ পরিবারের কৃতি সন্তান শেখ হেলাল উদ্দীন এমপির নির্বাচনী এলাকা বাগেরহাটের চিতলমারীতে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্রণী ব্যাংকের পরিচালক ও আওয়ামী লীগ নেতা খন্দকার মঞ্জুরুল হক লাভলুর পক্ষে এসব কম্বল বিতরণ করেন ৮০/৯০ দশকের রাজপথ কাঁপানো দীর্ঘ কারাবরণকারী নেতা ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোত্তাহিদুর রহমান শিরু।
বিতরণ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপক ও গোপালগঞ্জের অঞ্চল প্রধান ও সমর কুমার রায়, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক অসীম মৃধা, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, স্থানীয় মুরব্বি আলহাজ্ব শেখ মোঃ আসাদুজ্জামান সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
রাজপথ কাঁপানো দীর্ঘ কারাবরণকারী নেতা ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোত্তাহিদুর রহমান শিরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাভলু একজন সমাজ সেবক হিসেবে পরিচিত। তিনি দেশের বিভিন্ন জায়গায় প্রতি শীত মৌসুমে শীতার্তদের কম্বল বিতরণ করেন। চিতলমারীতে ও তার পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাভলুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।