হোম অন্যান্যসারাদেশ চিকিৎসা সহযোগীতার চেক প্রদান অনুষ্ঠান

নড়াইল অফিস:

নড়াইলে চিকিৎসা সহযোগীতার চেক প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কর্মসসূচির আওততায় নড়াইল জেলায় ২০২২-২৩ অর্থবছরে নিয়মিত বরাদ্দ ১ কোটি ১২ লক্ষ টাকায় ২২৪ জন রোগীকে চেক ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। অতিরিক্ত বরাদ্দ ১ কোটি টাকা আরো ২০০ জনকে চেক দেওয়া হচ্ছে। এই ২০০ এর মধ্যে সদর উপজেলার ইউনিয়নে পর্যায়ক্রমে ৭১ জন, পৌর এলাকার ১৮ জন, মোট ৮৯ জন চেক পাচ্ছেন। ৬টি দুরারোগ্য রোগের মধ্যে রয়েছে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস।

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতারণ করেন নড়াইল -২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শাশ্বতী শীল, নড়াইল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হাওলাদার,নড়াইল জেলা ছাত্রলীগের সাথারণ সম্পাদক স্বপনীল প্রমুখ।

এ সময় মাশরাফী বলেন, দেশের একটি মানুষও বিনা চিকিৎসায় মারা যাবেনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনার প্রতিফলন হিসেবে নড়াইল জেলায় চলতি অর্থ বছরের ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আপনারা আজকের এদিনটির কথা মনে রাখবেন । পিছিয়ে পড়া এই মানুষ গুলোর কথা প্রধানমন্ত্রী ভোলেননি। বিপদের সময় যে মানুষটি পাসে এসে দাড়ায় মানুষ তার কথাই মনে রাখে । আমি বিশ্বাস করি আপনারা এই সময়টা মনে রাখবেন। যে একবার পাসে দাড়ায় মনে রাখবেন উনি আপনাদের পাসে দাড়াবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন