হোম ফিচার চাঁদের পৃষ্ঠে মিলল আর্গন-৪০’র অস্তিত্ব!

বিনোদন ডেস্ক :

চাঁদের পৃষ্ঠে বা পৃষ্ঠদেশের নিচের স্তরে চলমান কর্মকান্ডের আভাস পেয়েছে চন্দ্রযান-২। চাঁদের বায়ুমন্ডলের বাইরের অংশে আর্গন-৪০ এর অস্তিত্ব খুঁজে পেয়েছে চন্দ্রযান -২।

এর মধ্যে থাকা চন্দ্রাস এটমোসফিয়ার কম্পোজিশন এক্সপ্লোরার-২’র সাহায্যে চাঁদের পাতলা বা ক্ষীণ বর্হিমন্ডলেই পাওয়া গেছে আর্গন-৪০ এর উপস্থিতি। মূলত চাঁদের নিরক্ষীয় এবং অক্ষাংশ আর্গনের সন্ধান পাওয়া গেছে।

কোন বর্ণ, গন্ধ ছাড়া একটি নোবেল গ্যাস হচ্ছে আর্গন। পৃথিবীতে আর্গনের অনেকাংশই আইসোটোপ আর্গন-৪০।

আর্গন-৪০’র এই উপস্থিতি টের পাওয়া ইসরোর চন্দ্রযান জানায় একবার আর্গন-৪০ আইসোটোপ গঠন হলে সেটি চন্দ্রপৃষ্ঠের নিচের আন্তঃদানাদার স্থানের মধ্য দিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং তলদেশের বিভিন্ন ছিদ্রর মাধ্যমে ক্রমশ উপরে উঠে এসে চন্দ্র বর্হিবিশ্বে পথ তৈরি করে।

চলতি বছরের আগস্ট মাসে সাকসেস মডেল আসতে চলেছে চন্দ্রযান-২’র। এর নতুন পর্যবেক্ষণ লুনার সারফেস চন্দ্রপৃষ্ঠের নিচে প্রথম ১০ মিটারের মধ্যকার কার্যকলাপ বুঝতে কাজ করছে।

এতে চন্দ্রপৃষ্ঠের গঠন সম্পর্কেও ধারণা করা সহজ হবে। ইসরো জানিয়েছে আর্গন-৪০’র উপস্থিতি চাঁদের বাইরের বায়ুমন্ডলের গতিশীলতা এবং তেজস্ক্রিয় কার্যকলাপের ওপর কাজ করছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন