হোম অর্থ ও বাণিজ্য চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য কমানো কঠিন: অর্থ উপদেষ্টা

চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য কমানো কঠিন: অর্থ উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

অনলাইন ডেস্ক:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে কর কমানোর পরও বাজারে স্বস্তি না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাজারে চাঁদাবাজির সমঝোতার সংস্কৃতি চালু থাকায় নিত্যপণ্যের মূল্য কমানো কঠিন।

রোববার রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আলু ও পেঁয়াজ আমদানিতে সব ধরনের কর কমানো হয়েছে। কিন্তু বাজারে দাম কমে না। আই অ্যাম ডিপলি ওরিড আবাউট দ্যাট। ট্যাক্স কমে যাচ্ছে। চিনির দাম বোধ হয় কিছুটা কমেছে মাঝখানে। বাজারে দুই-তিন রকমের চাঁদাবাজের যোগসাজেশে পণ্যের দাম কমে না।

তিনি আরো বলেন, রাজনৈতিক সমঝোতা খুব কঠিন। কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুবই সহজ। যেকোনো বাজারে যান। দুই-তিন রকম চাঁদাবাজ আছে। আমি কারওয়ান বাজারে গেছি। সেখানে সমঝোতা আছে। এ কারণে ১০ টাকার বেগুন ৫০ টাকা হয়ে যায়।

আসন্ন বাজেট নিয়ে সরকার কাজ শুরু করেছে জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, বাজেটে খুব বেশি নাটকীয় কিছু করা হবে না। কর ছাড় কমাতে কিছু পদক্ষেপ নেয়া হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, প্রণোদনার দিন শেষ। এটা ভবিষ্যতে করা সম্ভব হবে না। কর অব্যাহতি কমানো নিয়ে আমি আগে বলেছি। সারাজীবন কী কর রেয়াত দিতেই থাকবো? এটা সম্ভব না। যুক্তিসঙ্গত কর দিতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশে ইউএসএইডের মিশন পরিচালক রিড এশলিম্যান, আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন