হোম ফিচার চলে গেলেন বিখ্যাত পরিচালক-প্রযোজক কৃষ্ণদেব শোরে

বিনোদন ডেস্ক :

অভিনেতা রণবীর শোরের বাবা নির্মাতা কৃষ্ণদেব শোরে ওরফে কেডি শোরে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাত ও আটের দশকে তিনি প্রযোজনা করেছেন ‘জিন্দা দিল’, ‘বে-শরম’, ‘বদ এবং বদনাম’-এর মত ছবি!

এরইমধ্যেই নিজের টুইটার পেজে বাবাকে হারানোর খবর জানান রণবীর। আর তাতে কেডি’র একটি ছবি দিয়ে লিখেন, ‘আমার বাবা কৃষ্ণ দেব শোরে, শেষ রাতে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। শেষ সময়ে সন্তান এবং নাতি-নাতনিদের পাশে পেয়েছেন বাবা। অনেক স্মৃতি রেখে গেলেন তিনি। অসংখ্য মানুষ তাঁকে ভালোবাসেন। যে মানুষটি আমায় অনুপ্রেরণা যোগাতেন, আগলে রাখতেন, তিনি চলে গেলেন।’

এদিকে, বাবার মৃত্যুতে রণবীরের সহকর্মীরা তাঁকে সমবেদনা জানিয়েছেন। দুঃখ প্রকাশ করেছেন প্রযোজক রাজ নায়ক। লিখেছেন, ‘খবরটি শুনে দুঃখিত। তার আত্মার শান্তি কামনা করি।’ লেখক-পরিচালক মিহির ফডণবীস রণবীরের উদ্দেশে লিখেছেন, ‘তোমার প্রতি সমবেদনা রইল।’

ব্যক্তিজীবনে কৃষ্ণদেব শোরে ওরফে কেডি শোরে একজন ছবি নির্মাতা ছিলেন। এছাড়াও জনপ্রিয় বেশ কিছু ছবির প্রযোজনা করেছেন তিনি। ১৯৮৮ সালে ‘মহাযুদ্ধ’ নাম একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন গুলশন গ্রোভার, মুকেশ খন্না, কাদের খানসহ আরও অনেক নামকরা অভিনয় শিল্পী।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন