হোম জাতীয় চলনবিলে জালে ধরা পড়ল ৩ পদ্ম গোখরা

জাতীয় ডেস্ক:

নাটোরের সিংড়া উপজেলায় ছাতারদিঘি ইউনিয়নের পাকিশা গ্রামে স্থানীয় খালে পাতা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আটকা পড়েছে ৫-৬ ফিটের তিনটি পদ্ম গোখরা সাপ।

বৃহস্পতিবার (১৫ জুন) চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সহায়তায় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপ তিনটি উদ্ধার করে রাজশাহী নিয়ে যায়।

চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বুধবার রাতে চলনবিলের পাকিশা গ্রামে স্থানীয় খালে মাছ ধরার জন্য নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পেতে রাখেন সুমন আলী। পেতে রাখা জালে তিনটি সাপ আটকা পড়ে। বৃহস্পতিবার সকালে সুমনের পিতা মোজাম্মেল জালে পদ্ম গোখরা দেখতে পান। পরে স্থানীয়রা চলন বিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে সাপ তিনটি জালের মধ্যে রেখে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবহিত করে। দুপুরে ডিপ ইকোলজি অ্যান্ড কনজারভেশন ফাউন্ডেশন রাবি শাখার সদস্যদের সহায়তায় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপ তিনটি উদ্ধার করে রাজশাহী নিয়ে যায়।

সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া সাপগুলোকে স্থানীয়ভাবে পদ্ম গোখরা বলা হয়। তবে ইংরেজিতে বলা হয় Monocled Cobra। সাপগুলো বৈজ্ঞানিক নাম Naja kouthia। এ সাপ ইদুর দমনের মাধ্যমে ফসল রক্ষা করে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন