আন্তর্জাতিক ডেস্ক :
চলতি মাসের শেষ দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসতে যাচ্ছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাশিয়ার একটি দৈনিক পত্রিকার বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন ও শি জিনপিংয়ের বৈঠকের তারিখ ও এজেন্ডা এরইমধ্যে ঠিক হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেয়া হবে।
তিনি বলেন, রুশ ও চীনা প্রেসিডেন্ট নিয়মিত যোগাযোগ রাখছেন। আমরা এই যোগাযোগ বজায় রাখার প্রস্তুতি নিচ্ছি।
প্রতিবেদনে বলা হয়, দুই নেতার মধ্যে বৈঠকটি সশরীরে হওয়ার সম্ভাবনা কম। এর পরিবর্তে অনলাইনে হতে পারে। বৈঠকের বিস্তারিত নির্দিষ্ট করতে কাজ চলছে।
গত ১৫ সেপ্টেম্বর উজবেকিস্তানের রাজধানী সমরখন্দে বৈঠক করেছেন পুতিন ও শি জিনপিং। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর সেটিই ছিল তাদের প্রথম ব্যক্তিগত আলোচনা। এর মধ্যে বেশ কয়েকবার ভার্চুয়ালি বৈঠক করেন তারা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর চীনের ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে বেইজিংয়ের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে চাইছে মস্কো।
