হোম অন্যান্যসারাদেশ চরফ্যাসন পৌর নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের অভিযোগ
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
 চরফ্যাশন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে  গত শুক্রবার (২৬ফেব্রুয়ারী) মধ্যরাতে চরফ্যাসন পৌরসভার ১নং ওয়ার্ডের উট পাখি মার্কার কাউন্সিলর প্রার্থীর সমর্থকের বাড়ী ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
পৌর ১নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ীর বাসিন্দা উট পাখি মার্কার সমর্থক আব্বাস মাতাব্বরের ঘরে হামলা ও ভাংচুর করা হয়েছে পাঞ্জাবী মার্কার প্রার্থী স্বপন চৌধুরীর নেতৃত্বে, এমন অভিযোগ করেন স্থানীয় লোকজন ।
শনিবার সকালে মাতাব্বর বাড়ীর সামনের পাকা সড়কে কয়েকশ মানুষের সামনে স্থানীয় মো. লিটন মাতাব্বর জানান, রাত তিনটার দিকে হৈ চৈ শুনে এগিয়ে এসে দেখি  স্বপন চৌধুরী সহ  ২৫ / ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আব্বাস মাতাব্বরের ঘর ভাংচুর করেছে ।
এসময় হামলাকারীরা আব্বাস মাতাব্বরের একটি মোটর সাইকেল ভাংচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তবে স্বপন চৌধুরী এ অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে চক্রান্ত করে একটি মহল আমার সুনাম নষ্টের পায়তারা করছে।
এঘটনায় চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন