হোম খেলাধুলা চমক রেখে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

খেলার সংলাপ :

চলছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পরই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (১ মার্চ) রাতে এক বিবৃতিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছে বিপিএলে দুর্দান্ত খেলা কুমিল্লা স্পিনার তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের ব্যাটার রনি তালুকদার।

এবারের বিপিএলে কুমিল্লার জার্সিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তানভীর ইসলাম। কুমিল্লার চতুর্থ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই স্পিনার। বাঁহাতি এই স্পিনার ৬.৩৬ ইকোনমিতে এবারের বিপিএলে ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন।

অন্যদিকে দলকে ফাইনালে না নিতে পারলেও রংপুর রাইডার্সের ব্যাটার রনি তালুকদার ১৩ ম্যাচ খেলে ৪২৫ রান করেছেন। রনির স্ট্রাইকরেট ১২৯.১৭। আসরে কোনো সেঞ্চুরির দেখা না পেলেও তিনটি ফিফটি রয়েছে তার নামের পাশে। বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম এবং এবাদত হোসেন চৌধুরী। এছাড়াও ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ব্যাটার তৌহিদ হৃদয়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন