ইবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করা সহ আগামী ১২ ঘন্টার মধ্যে চবি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার সাথে জড়িতদেরকে আগামী ১২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। যদি ১২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে নেমে পড়বো।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ২৪ এর আন্দোলনে আমার ভাইয়ের বুকে গুলি করা কোনো ছাত্রলীগ ও এর দোসরদের বাংলার মাটিতে দেখতে চাই না। অনতিবিলম্বে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা বিভিন্নভাবে আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। আমি তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের এই অপচেষ্টা বন্ধ করুন। আর তা নাহলে ছাত্র জনতা আপনাদের কঠিন জবাব দিবে।