বাণিজ্য ডেস্ক:
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন নির্মাণে বাংলাদেশকে মোট ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সেই ঋণের তৃতীয় কিস্তি হিসেবে এবার ৪০ কোটি ডলার দিচ্ছে সংস্থাটি।
এ লক্ষ্যে রোববার (২৫ জুন) বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির ঋণচুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও এডিবির দেশীয় উপপরিচালক জিয়াংবো নিং চুক্তিতে সই করেন।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণকাজ শেষ করতে এই ঋণ সহায়ক ভূমিকা পালন করবে।
চলতি বছরই চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালু হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ২০২৪ সালের মধ্যে বছরে ২৯ লাখ যাত্রী এই রেলপথে ভ্রমণ করবেন বলে প্রাক্কলন করা হয়েছে।
সরকারের রেলওয়ে মাস্টারপ্ল্যান ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনে এই প্রকল্প সহায়ক হবে বলে উল্লেখ করা হয়েছে এডিবির বিজ্ঞপ্তিতে।