হোম অন্যান্যসারাদেশ ঘোনাপাড়া মহিলা মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া মহিলা দাখিল মাদরাসায় সাংষ্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদরাসাটির সভাকক্ষে উক্ত প্রতিযোগীতা ও পরবর্তীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সমাজসেবক আলহাজ্ব সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, মাদরাসার সুপার আবুল বাশার, শিক্ষক আনোয়ারুল আমীন, মাহবুবুল আলম, ওয়ায়েজুর রহমান, আব্দুর রশিদ, হাবিবুল্লাহ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষার্থী ও তাদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন