হোম আন্তর্জাতিক গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেল রক্ষণশীলরা

আন্তর্জাতিক ডেস্ক:

গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসি পার্টি। সংস্কারবাদী নেতা কিরিয়াকোস মিৎসোতাকিসকে আরও চার বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে রায় দিয়েছেন গ্রিক ভোটাররা।

ইউরোপের দেশটিতে গত রোববার (২৫ জুন) পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা ছিল চলতি বছরের মধ্যে দ্বিতীয় নির্বাচন। এর আগে গত মে মাসেই নির্বাচন হয়েছিল। কিন্তু কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফের নির্বাচনের আয়োজন করা হয়।

সোমবার (২৬ জুন) সিএনএনের প্রতিবেদন মতে, ১০০ শতাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে, মিৎসোতাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টি ৪০ শতাংশ ভোট পেয়েছে।

মাত্র ১৭ শতাংশ ভোট পেয়েছে প্রধান বিরোধী দল সিরিজা পার্টি। গত নির্বাচনের চেয়ে অন্তত ৩ শতাংশ কম। মে মাসের নির্বাচনে দলটি ভোট পেয়েছিল ২০ শতাংশ।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় মিৎসোতাকিস বলেছেন, এটা তাদের জন্য একটি ‘শক্তিশালী ম্যানডেট।’ তিনি বলেন, ‘জনগণ আমাদের নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন। এরপর বড় সংস্কার কর্মসূচী দ্রুত এগিয়ে যাবে।’

পর্যবেক্ষকরা বলছেন, নতুন নির্বাচনি আইনের কারণে ৩০০ সদস্যের মধ্যে মিৎসোতাকিসের দল পার্লামেন্টে ১৫৭ বা ১৫৮টি আসন পেতে পারে। গ্রিসের আইন অনুসারে, পরপর নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ দল ৫০টি আসন বেশি পাবে।

মে মাসের নির্বাচনে মিৎসোতাকিস প্রয়োজনীয় আসন থেকে পাঁচটি আসন কম পেয়েছিলেন। তাই নতুন করে নির্বাচনের পথে হাঁটেন তিনি।

চলতি মাসের মাঝামাঝি (১৪ জুন) গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নজিরবিহীন এই দুর্ঘটনার সপ্তাহ খানেক পরই দেশটিতে ভোট হলো।

ওই নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশীদের প্রতি গ্রিক কর্তৃপক্ষের আচরণ ও অভিবাসন নীতি নিয়ে বহু প্রশ্ন উঠেছে। এখন দেখার ব্যাপার, প্রধানমন্ত্রী হিসেবে অভিবাসন নীতির বিষয়ে কী পদক্ষেপ নেন মিৎসোতাকিস।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন