মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
প্রত্যন্ত গ্রাম থেকে শহুরে নাগরিকদের নানান সেবা নিশ্চিতসহ সার্বিক নিরাপত্তায় গ্রাম পুলিশের অপরিসীম ভূমিকা রয়েছে। আইনশৃংঙ্খলার ভিত্তি হিসেবে কাজ করেন গ্রাম পুলিশ। সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির সাথে সাথে জীবন-জীবিকার মান উত্তরণে সরকার কাজ করকরে চলেছে। মঙ্গলবার এনআইএলজি (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট) এর আয়োজনে ও মনিরামপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাসব্যাপী গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। এ্যাসিল্যান্ড নিয়াজ মাখদুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালি বক্তব্য রাখেন এনআইএলজি (গ্রেড-১) এর মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার রওনক জাহান, উপপরিচালক মোঃ রফিকুল হাসান (স্থানীয় সরকার), জেলা কমান্ড্যান্ট মোঃ আল আমিন হোসেন, এনআইএলজি’র অনুষদ সদস্য মোঃ নাজিম উদ্দীন। উপস্থিত ছিলেন ইউএনও নিশাত তামান্না, সহকারি পুলিশ সুপার ইমদাদুল হক, ওসি নূর মোহাম্মদ গাজী, বীরমুক্তিযোদ্ধা খান আখতার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফজলুর রহমান, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মহিউল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক আহসান হাবিব লিটন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমাদ, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাসিমুল বারী সাইমুম, হাসাইন ইকবাল সানি, শরীফ মাহমুদ, তাসনিম হাসান বর্ষা প্রমূখ।