হোম অন্যান্যসারাদেশ গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

নিউজ ডেস্ক:
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রত্যাহার হয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমান। তার দেওয়া পোস্টের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে দিনাজপুর সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের বিক্ষোভের মুখে বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়।

একইসঙ্গে এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের দাবিতে রাত সাড়ে ৮টা পর্যন্ত দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানের নিজস্ব ফেসবুক আইডি থেকে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’

ফেসবুকে পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার ও গ্রেফতারের দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পরে পুলিশ সুপার মারুফাত হোসেন আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে।

তবে তাকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একবছর আগে অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এ ঘটনার পর থেকে তিনি এখন পর্যন্ত দিনাজপুরে কর্মরত আছেন। তিনি আওয়ামী লীগের মদদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিভিন্ন সময়ে হেনস্তা করে আসছেন। আজ গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দেন। আমাদের একটাই দাবি, তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার করে মামলা দিয়ে তাকে গ্রেফতার করতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবো না।’

পুলিশ সুপার মারুফাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দেখার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন