হোম অন্যান্যসারাদেশ গুলিস্তানে বিস্ফোরণ: ছাড়পত্র পেলেন আরো একজন, আইসিইউতে ৪

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ১ জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১০ মার্চ) ওই ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার এখানে মোট ১৫ জন রোগী ভর্তি ছিল। শুক্রবার তাদের মধ্যে একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। রাজন নামে একজন এখনও আইসিইউতে রয়েছেন। বাকি ১৩ জন বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন। সার্বক্ষণিক তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ইনস্টিটিউটে বৃহস্পতিবার রাতে ইয়াসিন নামে একজন মারা যাওয়ার পর মোট ৮ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে হাসান, আজম ও জাহান নামে মোট ৩ জন আইসিইউতে রয়েছেন। এ ছাড়া ৫ জন ভর্তি রয়েছেন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (মেইল এইচডিইউ)। তাদের মধ্যে ২ জনকে শঙ্কামুক্ত বলা যায়।

এর আগে গত বুধবার রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফেজ মুসা হায়দার (৪২)। পরদিন বৃহস্পতিবার রাতে ইয়াসিন আরাফাত।

প্রসঙ্গত, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা সরকারি হিসেবে ২২ জনে দাঁড়িয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন