জাতীয় ডেস্ক :
রাজধানীর গুলশান একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গুলশান-২ এর ১০৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। বেলা আড়াইটার দিকে দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- মালিহা আনহা উর্মি (৩২) ও তার ছেলে মাসরুর মোহাম্মদ রাফিন (২) ও তাদের বাসার কাজের মেয়ে মনি (৩৫)।
এ ঘটনায় শিশুটির বাবা ন্যাশনাল ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ডিএম রফিকুল ইসলাম রাজিব (৩৫) সামান্য দগ্ধ হয়েছেন। তিনিও বার্ন ইনস্টিটিউট থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, তিনজনকেই ভর্তি করা হয়েছে। উর্মির শরীরের ৭০ শতাংশ, শিশু রাফিন ও মনির ৩০ শতাংশ করে দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মা ও ছেলেকে আইসিইউতে ও মনিকে ফিমেল এইচডিইউতে পাঠানো হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস জানায়, সকাল সোয়া ১১টার দিকে গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার বেশ কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বিস্ফোরিত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও জানালার কাচ ভেঙে সড়কের ওপর পড়ে।
এতে সড়কে পার্কিংয়ে থাকা ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ভবনের বাসিন্দা, এক রিকশাচালক ও পার্কিংয়ে থাকা গাড়ির যাত্রীসহ কয়েকজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
