হোম ঢাকা গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয় ও কল সেন্টার চালু

গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয় ও কল সেন্টার চালু

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ

নিউজ ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই সঙ্গে নির্বাচনবিষয়ক যে কোনো সমস্যা জানাতে কল সেন্টারও চালু করেছে দলটি।
গতকাল গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে এই কার্যালয়ের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির সব কার্যক্রম গুলশানের এই কার্যালয় থেকে পরিচালিত হবে। একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা দুরূহ কাজ। এই কাজকে সহজ, কার্যকর ও প্রযুক্তি-সহায়ক করতে কল সেন্টার চালু করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, আজ থেকে ১৬৫৪৩ নম্বরে কল করে নির্বাচনসংক্রান্ত সমস্যা, অভিযোগ বা প্রশ্ন জানাতে পারবেন। বিশেষ করে নির্বাচনী প্রতিনিধিরা উদ্ভূত যে কোনো সমস্যার তথ্য এই নম্বরে জানাতে পারবেন। এসব তথ্য তাৎক্ষণিকভাবে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি ও সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে জানাবে অপারেটররা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন