হোম অন্যান্যশিক্ষা গুচ্ছের অধিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

ইবি প্রতিনিধি:

সমন্বিত গুচ্ছভুক্ত ২৪টি বিজ্ঞান ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির আবেদন শুরু হয়েছে। বুধবার (৫ জুন) দুপুর ১২টা থেকে আগামী শুক্রবার (৭ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন চলবে।

বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী বিষয় প্রাপ্ত হয়েছে সে সকল শিক্ষার্থীদের বুধবার (৫ জুন) দুপুর ১২ টা হতে আগামী শুক্রবার (৭ জুন) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা জমা দিতে হবে।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টা হতে আগামী শনিবার (৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ, বি ও সি ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে ভর্তিচ্ছুদের এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র এ-ফোর সাইজের খামের উপর শিক্ষার্থীর নাম ও জিএসটি রোল স্পষ্টাক্ষরে লিখে জমা দিতে হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন