হোম আন্তর্জাতিক গাজায় হামাসের হামলায় আরও ৫ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আরও পাঁচ ইসরাইলি সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। শনিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে গোষ্ঠীটির আল কাসসাম ব্রিগেড। এর ফলে হামাসের হাতে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৩৪৬ জনে দাঁড়িয়েছে।

আল জাজিরারর প্রতিবেদন মতে, হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আল কাসসাম বাহিনী গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি ভবনে লুকিয়ে থাকা জায়নবাদী সেনাদের ওপর হামলা চালিয়েছে।’

আরও বলা হয়, ‘হামাস যোদ্ধারা ‘মেশিনগান ও বোমা দিয়ে ইসরেইলি বাহিনীর মোকাবিলা করে এবং পাঁচজন সৈন্যকে হত্যা করেছে। এতে আরও অনেকেই আহত হয়েছে।’

তিন সপ্তাহের বেশি সময় ধরে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। গত কয়েকদিনে বিমান ও স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরাইল। তবে পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। প্রতিরোধ গোষ্ঠীটির এই হামলায় বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার (৩ নভেম্বর) জানায়, ৭ অক্টোবর থেকে তাদের মোট ৩৪১ সেনা নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, সবশেষ গাজা উপত্যকায় স্থল অভিযানে এবং দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় আরও দুই সেনা নিহত হয়েছে।

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮৮ জনে। এছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছে অন্তত ২৬ হাজার ২০০ জন। আহতদের মধ্যে ২৪ হাজার জন গাজার অধিবাসী, বাকিরা পশ্চিম তীরের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন