আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফরের একদিন পরই অবরুদ্ধ গাজায় ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে গাজার বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে চলে দফায় দফায় হামলা। খবর আল জাজিরার।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার শাসকগোষ্ঠী হামাসের রকেট এবং অস্ত্র উৎপাদন স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। হামলায় সেখানকার বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং রাতের আকাশে আলো দেখা যায়।
তেল আবিবের দাবি, রকেট হামলার পাল্টা জবাব হিসেবে গাজায় এ অভিযান। এর আগে, বেশ কয়েকটি রকেট ভূপাতিত করার দাবি করে ইসরাইলি বাহিনী। সতর্কতার অংশ হিসেবে বাজানো হয়নি সাইরেন। তবে ওই রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে কিছুই জানাতে পারেনি ইসরাইলি বাহিনী।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরের একদিন পরই আবারও ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানো হলেও সেই আহ্বানকে পাত্তা দিল না নেতানিয়াহু প্রশাসন।
জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে ভয়াবহ হামলার পর থেকেই পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় ব্যাপক আকারে অভিযান চালিয়েছে আসছে ইসরাইল। এসব অভিযানে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনি। আটক করা হয়েছে শতাধিক। এরমধ্যেই গাজায় নতুন করে বিমান হামলার ঘটনা ঘটল।