আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের লক্ষ্যে আলোচনার টেবিলে ফিরছেন ইসরাইল ও কাতারের কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে।
প্রতিবেদন মতে, শনিবার (১৬ ডিসেম্বর) নরওয়ের রাজধানী অসলোয় আলোচনায় বসবেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ও ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া।
প্রতিবেদন মতে, হামাস-ইসরাইল যুদ্ধে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছে কাতার। দু’পক্ষের মধ্যে স্থগিত হয়ে যাওয়া যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা করতে এরই মধ্যে নরওয়ের ওসলোতে পৌঁছেছেন ইসরাইল ও কাতারের কর্মকর্তারা।
আলোচনায় একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে কথা বলবেন তারা। চুক্তি চূড়ান্ত হলে আবারও যুদ্ধবিরতি শুরু হবে। সেই সঙ্গে গাজায় হামাসের হাতে জিম্মি ইসরাইলি নাগরিকদের মুক্ত করা হবে। অন্যদিকে ছেড়ে দেয়া হবে ইসরাইলে আটকে থাকা ফিলিস্তিনিদের।