জাতীয় ডেস্ক :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আতোয়ার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আতোয়ার রহমান উপজেলার সতিরজান গ্রামের মৃত রিয়াজল আকন্দের ছেলে। আদেশের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে ২০০২ সালের আনোয়ারা বেগম (৩৫) ও আতোয়ার রহমানের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের ১৪ বছর ও ৭ বছরের দুটি মেয়ে সন্তানও আছে। প্রতিবেশীকে ফাঁসানোর জন্য ৬ জানুয়ারি ২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে মনোয়ারাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখে আতোয়ার।
পরের দিন ৭ জানুয়ারি মৃত মনোয়ারা বেগমের রড় ভাই মছির উদ্দিন বাদী হয়ে আতোয়ারকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ৫ জুলাই ২০১৯ সালে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ফারুক আহম্মেদ প্রিন্স জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য আতোয়ার তার স্ত্রীকে হত্যা করে। আসামি আতোয়ার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। আদালত আজ তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।