হোম অন্যান্যসারাদেশ গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত নুর আলম মিয়া (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৪ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত নুর আলম মিয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের হাফিজার রহমানের ছেলে।

এর আগে গত সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী খুশি মিয়ার সঙ্গে হাফিজার রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৮ জানুয়ারি দুপুর ১টার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি দিয়ে নুর আলমের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা নুর আলমকে উদ্ধার করে গাইবান্ধার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ জানুয়ারি) সকালে নুর আলম মিয়া মৃত্যুবরণ করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ইতোপূর্বে এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন