জাতীয় ডেস্ক:
গাইবান্ধার সাদুল্লাপুরে মৃত স্ত্রীকে দাফন না করে নদীর বাঁধে মরদেহ ফেলে যাওয়ার অভিযোগ স্বামী খোকন মিয়ার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের খামার বাগছী এলাকার বাঁধ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, খোকন মিয়ার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার হাটলক্ষ্মীপুর এলাকায়। তবে তিনি সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে আসছিলেন। সংসারের নানা অভাব-অনটনের ফলে অন্যের সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরইমধ্যে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য সহযোগিতা চাইতে খোকন মিয়া স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়।
এ অবস্থায় বুধবার (১ নভেম্বর) সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামের সাদা মিয়ার বাড়ির কাছে পৌঁছালে তার স্ত্রী মারা যায়। পরে স্থানীয় লোকজন আর্থিক সহযোগিতা দিয়ে দাফনের জন্য বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু খোকন মিয়া সেই মরদেহ দাফন না করে খামার বাগছী এলাকার বাঁধে ফেলে রেখে যান। পরে বৃহস্পতিবার ওই নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ বলেন, ‘খোকন মিয়া তার স্ত্রীকে দাফন না করে ওই বাঁধে ফেলে রেখে গেছেন। বৃহস্পতিবার এ খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে।’
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ বাঁধ থেকে উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।