জাতীয় ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের পর এবার গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটের একদিন আগে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে ওই সূত্র।
আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ২৯৯ আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এবার গাইবান্ধা–৫ আসনেও ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ৭ জানুয়ারি ২৯৮টি আসনে ভোটগ্রহণ হবে।
এর আগে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচন স্থগিত করে ইসি। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা যাওয়ায় নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচন স্থগিত করা হয়।
নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল করায় হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক। ঈগল প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিনই মৃত্যু হয় এই স্বতন্ত্র প্রার্থীর।