জাতীয় ডেস্ক :
আইন মেনে গাইবান্ধা উপনির্বাচন বন্ধের কাজ ঠিক ছিল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৯ অক্টোবর) সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সিইসি বলেন, কমিশনকে ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের (সিইসি)। সিসিটিভি আর ইভিএম সুষ্ঠু নির্বাচনের সহায়ক। গাইবান্ধার পদক্ষেপ ঠিক ছিল কি-না জানতেই এ আয়োজন। সবাই বলেছেন, সঠিক হয়েছ।
এর আগে বন্ধ ঘোষণা করা গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে বৈঠকে বসে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ, কেএম নূরুল হুদা, কাজী রকিবউদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, মো. শাহনেওয়াজ, সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিক, মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নেন।
সিইসির সভাপতিত্বে এ বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার আহসান হাবিব দেশের বাইরে আছেন।
প্রসঙ্গত, গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন ছিল ১২ অক্টোবর। সে নির্বাচনে সিসি ক্যামেরায় ব্যাপক অনিয়ম ধরা পড়েছে এমন অভিযোগে মাঝপথে ভোট বন্ধ করে দেয় ইসি।
