হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় লক ডাউনে আটকে পড়া নৌ শ্রমিক ও কর্মহীন ঘাট শ্রমিকদের মাঝে ত্রাণ প্রদান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” শ্লোগানে পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস দ্বিতীয় পর্যায় মোকাবেলায় প্রথম ও দ্বিতীয় লকডাউনে আটকে পড়া বিভিন্ন নৌযানের শ্রমিক, কূলি, মাঝি সহ স্বল্প আয়ের মানুষের মাঝে সোমবার দুপুরে লঞ্চ ঘাট এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন শাহ। সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার, আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক মো. কাওসার তালুকদার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে, প্রধান মন্ত্রীর ত্রাণ সামগ্রী ৪০ জন শ্রমিকদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১কেজি চিনি,তেল ও সাবান বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানায় নিম্ন আয়ের শ্রমিক, কূলী ও মাঝিদের মাঝে উপজেলা বিভিন্ন পর্যায়ে এই ত্রাণ সামগ্রী বিরতন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন