গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাশঁবুনিয়া মৌজায় রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার মুদির হাটবাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমাজসেবক মো:দেলোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী নোমনুর রহমান নান্নু,খলিলুর রহমান জোমাদ্দার,মো.ইউনুস মাষ্টার,সামসুল হক হাওলাদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সাবেক এমপি আ খ ম জাহাঙ্গির হোসাইনের ডিও লেটারে প্রেক্ষিতে ওই বছরের ১২ ফেব্রæয়ারি প্রধান মন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচীব ড.সামাদের নেতৃত্বে ওই এলাকা পরির্দশন করে ৮শত একর ভূমি অধিগ্রহনের প্রস্তাব করে বঙ্গবন্ধু শিল্প পার্ক নামে রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। কিন্তু এখন পর্যন্ত রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলের কার্যক্রম শুরু না হওয়ায় এলাকাবাসী রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেন।
