হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

বর্তমান সময়ে তামাক ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ধ্বংস হচ্ছে যুব সমাজ যার প্রতিরোধে সামাজিক আন্দোলন এবং গণ মানুষের মাঝে তামাকের ক্ষতি কারক দিক এবং শিক্ষা প্রতিষ্ঠানে যুবক শিক্ষার্থীদের মাঝে সচেতন করা যায় তবে স্বাস্থ্য ঝুকি সহ ক্যান্সার, ফুসফুসের কঠিন সমস্যা থেকে মানুষ মুক্ত হবে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মো. ওলিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আকরামুজ্জামান ও প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন।

আলোচনা সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, তামাক ধূমপান ও মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ ও সচেতনতা মূলক কর্মসূচী নেয়া হবে।

অফিসার ইনচার্জ তার গবেষনায় বলেন, আনন্দ, বন্ধুপ্রেম, আভিজাত্য, ঐর্শ্বিয্য, বেকারত্ব ও হতাশা থেকেই মানুষ এবং যুবকরাই তামাক সেবনে আসক্ত হয়। যুবকরা যখন একটি নেশার আসক্ত হয়। তিনি সকলকে তামাক বা নেশা জাতীয় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে একত্রে কাজ করার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন