হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় নারী – শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গলাচিপায় নারী – শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 157 ভিউজ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষণকারীর সর্বচ্ছ  শাস্তির দাবিতে  পটুয়াখালীর  গলাচিপায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছ।
বৃহস্পতিবার উপজলা মুক্তিযােদ্ধা কমপ্লেক্সের সামনে  গলাচিপা বাসীর আড্ডার উদ্যাগে গলাচিপার সকল সামাজিক ও স্বেছাসেবী সংগঠন (প্রগতি, অভিযাত্রিক ফাউন্ডশন, মানব কল্যাণ সংস্ান, রক্তের সন্ধান শুভ কাজ সবার, আলাের প্রদিপ, গলাচিপা সরকারী কলেজ ব্লাড ডােনার্স ক্লাব, ইউথ ফােরাম, বিডি ক্লিন, আর নয় ধর্ষণ ) এ মানববন্ধন কর্মসূচির আয়াজন করে।
ঘণ্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন  ডাক্তার ফারজানা রশিদ শাম্মি, গনমাধ্যম কমী অন্যান্যদর মধ্যে বক্তব্য করেন, বিভিন সামাজিক ও স্বেচছাসেবী সংগঠনের নেতাবৃন্দ। বক্তারা ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতন রােধ সরকারর যথাযথ ব্যবস্া গ্রহণের তাগিদ দেন এবং ধর্ষকর ফাসি দাবি করন। বক্তারা আরা বলন, ধর্ষক কােন দলের নয়। এরা সুবিধা নেওয়ার জন্য বিভিন সময় বিভিন্ন দলের আশ্রয় নেয় মাত্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন