গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা পেলেন ৪ ইউনিয়ন বর্তমান চেয়ারম্যানরা। আনুষ্ঠানিকভাবে শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্তের ঘোষনা দেন। এ সংক্রান্ত চিঠিও উপজেলা আওয়ামী লীগ দফতরে এসে পৌছেছে।
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের অফিস সূত্রে জানাযায়,ঘোষিত চারটি ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য মোট ২৪টি ফরম বিক্রি হয়েছিল। এর মধ্যে আমখোলায় নয়টি, গোলখালীতে আটটি, রতনদী তালতলীতে পাঁচটি ও চিকনিকান্দিতে দুটি ফরম বিক্রি হয়েছে।
ইউনিয়নগুলোতে বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম কেন্দ্রীয় কমিটির কাছে দেওয়া হয়েছিল। মনোনয়ন প্রাপ্তরা হলেন, আমখোলা বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির, গোলখালী ইউনিয়ন পরিষদের মো. নাসির উদ্দিন, রতনদি তালতলী ইউনিয়ন পরিষদের গোলাম মোস্তফা খান, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাজ্জাদ হোসেন রিয়াদ।
এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ মার্চ বাছাই, ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ২৫ মার্চ। নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপে ৩৭১ টি ইউপি’র মধ্যে গলাচিপার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে আগামী ১১ এপ্রিল এ ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।