গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপায় উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মাসিক সভা এবং অন-লাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা ভূমি অফিস কর্তৃক ডিজিটাল দাখিলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী (৩) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুঃ সাহিন শাহ, থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত আনোয়ার, এল জি ই ডি উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা টিটো সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন এবং প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিলটন সহ গনমাধ্যম কর্মীবৃন্দ।