হোম বাংলাদেশ গলাচিপা পৌরসভার ঘূর্ণিঝড় ইয়াস ও কোভিড ১৯ ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান। 
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আয়োজন  আজ বেলা ১২ টায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং গলাচিপা পৌরসভার যৌথ অর্থায়নে-“কোভিড ১৯ এবং ঘূর্ণিঝড় ইয়াস”এর কারনে পৌর এলাকার ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় ৯৩৫ টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা (চাল, ডাল, আলু, পিয়াজ, সাবান, লবন) বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পটুয়াখালী ০৩ আসন এর মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এস এম শাহজাদা (এম.পি)। সভাপতিত্ত্ব করেন মাননীয় মেয়র জনাব আহসানুল হক তুহিন এ সময়ে আরো উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন