গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় গলাচিপা শহরের কলেজ রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ খলিফার বিকাশ, গ্যাস ও পেট্রোল, সোহেল খলিফার গার্মেন্টস এবং মো. মহিউদ্দিনের টেইলারিং দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া সফি খলিফার জুতার দোকানের আংশিক ক্ষতি হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর পূর্বেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জাহিদ খলিফার দোকানের গ্যাস সিলিন্ডার বা পেট্রোল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর শওকত আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
s