হোম খেলাধুলা গল টেস্ট: রেকর্ডময় জয়, লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ কিউইরা

গল টেস্ট: রেকর্ডময় জয়, লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ কিউইরা

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

খেলাধূলা ডেস্ক:

গল টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৬০২ রানের বিপরীতে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। নিশান পেরিসের দুর্দান্ত বোলিংয়ের তোপে ফলো অনে পড়া কিউইদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৬০ রানে। দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নেয় লঙ্কানরা।

এ নিয়ে অর্ধযুগ পর ইনিংস ব্যবধানে হারলো কিউইরা। ২০১৮ সালের নভেম্বরে দুবাই টেস্টে শেষবার তারা পাকিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছিলো।

৫ উইকেটে ১৯৯ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। ৪৭ রানে অপরাজিত থাকা টম ব্লান্ডেল প্রথম ওভারেই স্পর্শ করেন ফিফটি। ব্যক্তিগত ৬০ রানে পেরিসকে রিভার্স সুইপ করতে গেলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ভেঙে যায় ৯৫ রানের জুটি। এরপর মিচেল স্যান্টনারকে নিয়ে আরেকটি অর্ধশত রানের জুটি গড়েন গ্লেন ফিলিপস। তাকে ফিরিয়েই ফাইফার পূর্ণ করেন পেরিস।

২৮০ রানে ৭ উইকেট হারানো কিউইদের ইনিংসের দায়িত্ব নেন স্যান্টার। তার ব্যাট থেকে আসে ৬৭ রান। শেষ পর্যন্ত ৩৬০ রানে অলআউট হয় সফরকারীরা। শ্রীলঙ্কার পক্ষে ৩টি উইকেট তুলে নেন জয়সুরিয়া।

১৮২ রানে ম্যাচসেরা হন কামিন্দু মেন্ডিস, অপরদিকে দুই ম্যাচে ১৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার ওঠে প্রভাত জয়সুরিয়ার হাতে।

উল্লেখ্য, লঙ্কা সিরিজ শেষে ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। ব্যাঙ্গালুরুতে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৬ অক্টোবর। সিরিজের বাকি দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ২৪ অক্টোবর ও ১লা নভেম্বর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন