হোম জাতীয় গরু ব্যবসায়ী-ক্রেতারাই ছিল ওদের টার্গেট

জাতীয় ডেস্ক :

রাজধানীর পোস্তগোলা শ্মশান থেকে ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ দলের পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপি কার্যালয়ে শনিবার (৯ জুলাই) দুপুরে পুলিশ জানায়, গরুর হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের টার্গেট করে ডাকাতির পরিকল্পনা করছিল তারা।

এর আগে শুক্রবার (৮ জুলাই) রাতে রাজধানীর পোস্তগোলা শ্মশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি কার্যালয়ে সংবাদ সস্মেলনে ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার আশরাফ হোসেন জানান, গরুর হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে নগদ অর্থ, এমন কি গরু চুরির উদ্দেশ্য ছিল তাদের। রাতে রাজধানীর পোস্তগোলা শ্মশান এলাকায় সাত সহযোগীসহ ওঁত পাতে টুন্ডা হানিফ। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযানে গিয়ে অস্ত্রসহ টুন্ডা হানিফ ও তার ডাকত দলের ৪ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। এ সময় পালিয়ে যায় দুজন।

উপ-পুলিশ কমিশনার আশরাফ হোসেন জানান, টুন্ডা হানিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। এর আগে ডকাতির মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন টুন্ডা হানিফ। গ্রেফতার বাকি আসামিদের নামেও দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকতির মামলা রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন