অনলাইন ডেস্ক:
শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি ভষ্মীভূত হয়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। একই সঙ্গে চারটি গরুও হয়েছে পুড়ে ছাই।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের প্রয়োস্তীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন: ফিরোজা বেগম (৫৫) ও তার নাতি শরিফুল ইসলাম শরিফ (৬)। ফিরোজা বেগম ওই গ্রামের মো. আমানুল্লাহ মন্টুর স্ত্রী এবং শরিফ আমানুল্লাহর নাতি ও হাবিবুর রহমানের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাত প্রায় তিনটার দিকে প্রয়োস্তীরচর গ্রামে আমানুল্লাহ মিন্টু মাস্টারের বসতবাড়িতে আগুন লাগে। ফিরোজা বেগম আগুনের ঘটনা টের পেয়ে ঘর থেকে মিন্টু মাস্টার ও তার ৬ বছরের নাতি শরিফকে ঘর থেকে বের করে দেন। পরে পাশের গোয়াল ঘরে দা দিয়ে গরুর রশি কাটতে গেলে ফিরোজার শরীরে আগুন লেগে যায়।
হাবিবুরের ছেলে ছোট্ট শরিফ আগুন দেখে ভয় পেয়ে আবারও অপর একটি বসত ঘরে শুয়ে পড়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি তারও।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে দগ্ধ ফিরোজার মৃত্যু হয়। অন্যদিকে আগুন নিভে যাওয়ার পর পাওয়া যায় শরিফের মরদেহ।
কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। আগুন লেগে দুজনের মৃত্যুর পাশাপাশি গোয়াল ঘরে থাকা চারটি গরুও পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ হয়েছে আরও পাঁচটি গরু।
জেলা ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, কী কারণে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্তের পর জানা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতির জন্য আবেদন করেছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।