হোম ফিচার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র চলছে: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

নির্বাচনকে সামনে রেখে দেশে গণতন্ত্রকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচন বানচাল আর গণতন্ত্রকে হত্যার চেষ্টা চলছে। একাত্তরের ঘাতক এবং তাদের বিদেশি প্রভুরা যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বঙ্গবন্ধুর খুনিদের সাহায্য করেছিল, তারাই এই সময় ঘাতকদের সঙ্গে একাত্ম হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আরও বলেন, দেশে আজ ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর জন্য, দেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দেয়ার জন্য ও গণতন্ত্র হত্যার জন্য ষড়যন্ত্র চলছে।

এসব ষড়যন্ত্র সম্পর্কে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আজ শপথ নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

কামরুল ইসলাম বলেন, যেই সাম্রাজ্যবাদী শক্তি পৃথিবীর বিভিন্ন দেশে অশান্তির সৃষ্টি করছে। ওই সাম্রাজ্যবাদী শক্তি আজ একাত্তরের ঘাতকদের পক্ষে। সেখানেই আমাদের ভয়, বাংলাদেশ রাষ্ট্রের ভয়।

তিনি বলেন, কোন অবস্থাতেই এই বিদেশি অপশক্তি যাতে ক্ষতি করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।

একই অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচনে কে আসবে, কে আসবে না, তা নিয়ে ভাবছে না আওয়ামী লীগ।

যে কোনো মূল্যে ষড়যন্ত্র এবং সহিংসতা দমন করা হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন