হোম অন্যান্যসারাদেশ গণ অভ্যুত্থানে আহতদের জন্য সরকারের নির্দিষ্ট রূপরেখা নেই: ফাতেমা

গণ অভ্যুত্থানে আহতদের জন্য সরকারের নির্দিষ্ট রূপরেখা নেই: ফাতেমা

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

অনলাইন ডেস্ক:
গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রূপরেখা ছিলো না। পাশাপাশি হয়নি আহতদের চূড়ান্ত তালিকাও। ফলে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা।

শুক্রবার জুলাই আন্দোলনের ১০০ দিন পার হওয়া উপলক্ষে দুপুরে আহতদের দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে এ মন্তব্য করেন তিনি।

এসময় জুলাই আন্দোলনে আহতদের সহযোগিতায় প্রয়োজনে আবারও রাস্তায় নামতে রাজি আছেন বলেও মন্তব্য করেন সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল।

তিনি বলেন, আন্দোলনে আহতরা সচিবালয়ে গিয়ে যে সাত দফা দাবি জানিয়েছেন, তা যৌক্তিক। সরকারকে এ দাবি বাস্তবায়ন করতে হবে।

জমি দখল ও প্রভাব বিস্তারে বিএনপি-যুবদলের রাতভর সংঘর্ষজমি দখল ও প্রভাব বিস্তারে বিএনপি-যুবদলের রাতভর সংঘর্ষ
আরিফ বলেন, সারাদেশেই বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে আহতদের খোঁজখবর নিচ্ছেন ইউনিটের সদস্যরা। যা সারাদিন চলবে বলেও জানান তিনি।

এদিকে শুধু আশ্বাসে নয়, আহতদের চিকিৎসা পুনর্বাসনের জন্য নেওয়া সব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানে আহতরা।

তারা বলছেন, অনেকেই এখন সঙ্কটাপন্ন অবস্থায় এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তাদের দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন। পাশাপাশি, আহতদের যাতে পরিপূর্ণ সম্মান দেওয়া হয় সেই উদ্যোগ নিতে হবে।

এর আগে সচিবালয়ে আহতদের পুনর্বাসন, চিকিৎসাসহ বেশ কয়েকটি দাবি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসেন আহতরা। পরে তাদের সে সব দাবি দ্রুতই বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

এদিকে সাত দফার বাহিরে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে অপসারণসহ আরও কয়েকটি দাবিও জানান আহতরা। তারা বলছেন, আহতদের মনোনীত প্রতিনিধি নিয়োগ দিতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন