হোম আন্তর্জাতিক খুলে দেওয়া হয়েছে মক্কার সব মসজিদ

খুলে দেওয়া হয়েছে মক্কার সব মসজিদ

কর্তৃক
০ মন্তব্য 368 ভিউজ

অনলাইন ডেস্ক :

দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর সৌদি আরবের মক্কা নগরীর সব মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। রোববার থেকে মসজিদগুলোতে জামাতে নামাজ আদায় শুরু হবে। তবে তার জন্য মেনে চলতে হবে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নীতি। সৌদি আরব কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা দেশটির ধর্মমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

বিবৃতিতে বলা হয়েছে, মক্কার সব মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হচ্ছে তবে করোনা প্রতিরোধে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাড়ি থেকে অজু করে জায়নামাজ নিয়ে আসতে হবে। দুই কাতারের মাঝে এক কাতার জায়গা ফাকা রাখতে হবে। সেই সঙ্গে মসজিদ পরিস্কার পরিছন্নতার প্রতি জোর দেওয়া হযেছে।

এর আগে দুই মাস মসজিদ বন্ধ থাকার পর মক্কা বাদে দেশের সব মসজিদ মুসল্লিদের উন্মুক্ত করে দেয় সৌদি আরব। বর্তমান সময়ে করোনা রোগী বেড়ে চললেও মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিলো দেশটি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন